অনলাইন ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল রংপুর বিভাগ। আকবর আলীর নেতৃত্বে শিরোপা ধরে রাখল তারা। এমন জয়ের পর আকবর কথা বলেছেন জাতীয় দলে খেলতে না পারা নিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন আকবর। শরিফুল, শামীম পাটোয়ারী থেকে শুরু করে তার সতীর্থরা অনেকেই জাতীয় দলে এখন নিয়মিত। যদিও আকবর এখনো সুযোগ পাননি। এ নিয়ে কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে আকবর বলেন, 'একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটা কখনো কাজ করে না। হ্যাঁ, ভালো লাগা বা খারাপ লাগাটা এভাবে কাজ করে যে আমি ভালো খেলছি, ভালো অনুভূতি হচ্ছে। আবার যখন খারাপ করি তখন খারাপ অনুভূতি হয়। কিন্তু একরকম না ওরা খেলতেছে আমি নেই কেন। এই জিনিসটা খারাপ লাগে না। আরও যোগ করেন, খারাপ লাগে যখন...
Developed by BDITHOST