পিন্টু আলী, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর সীমান্তবর্তী চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা তারেকুল ইসলাম। পেশায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করতেন৷ গত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বাড়িতে অভিযান চালিয়ে ৪৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে। পরবর্তীতে তাকে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কারণ ইয়াবার বিকল্প হিসাবে ব্যবহৃত ‘ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড’ নামের ভয়ংকর এই ট্যাবলেট বিক্রি করতেন তিনি। দেশের মাদক পরিবহনের অন্যতম রুট হিসেবে পরিচিত রাজশাহীর সীমান্তবর্তী উপজেলাগুলো। প্বার্শবর্তী ভারত থেকে চোরাইপথে নানা কায়দায় এ পথে দেশে আসছে ট্যাপেন্টাডল ট্যাবলেট। এরপর মাদক কারবারি, ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফার্মেসী গুলোর মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। ইয়াবার চেয়ে কম দাম ও গ্রামগঞ্জে হাতের নাগালে পাওয়ায় এখন আসক্তদের প্রথম পছন্দে পরিণত হয়েছে এই ট্যাবলেট। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ট্যাপেন্টাডল...