
স্টাফ রিপোর্টার: মাত্র ৬টি বাস পার্কিংয়ের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (রুয়েট) পৌনে এক কোটি টাকা খরচ করে স্টিলের অস্থায়ী গ্যারেজ নির্মাণ করা হয়েছে। তিন পাশের ইটের গাঁথুনির দেয়াল আর ওপরে স্টিলের ছাউনির এই গ্যারেজের ডিজাইন তৈরির জন্য কনসাল্টেন্সি ফার্মকে ফি দেয়া হয়েছে আরো এক লাখ টাকা। বিশ^বিদ্যালয়ের ২৬টি গাড়ি রয়েছে, কিন্তু এই গ্যারেজ গাড়ি রাখা যায় মাত্র ৬টি। অতি সাধারণ মানের এই গ্যারেজের নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক অধ্যাপক এই ব্যয়কে অস্বাভাবিক উল্লেখ করে জানিয়েছেন, এ টাকা দিয়েই স্থায়ী গ্যারেজ নির্মাণ করা যেতো। নথিপত্রে দেখা গেছে, রুয়েটে রাজস্ব খাতের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে গাড়ির গ্যারেজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয় বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিতে। প্রস্তাবটি যাচাই শেষে অনুমোদন দেয় ইউজিসি। গ্যারেজ নির্মাণে প্রাক্কলিতমূল্য ধরা হয় ৮১লাখ...
Developed by BDITHOST