
অনলাইন ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের সঙ্গে যাত্রী ওঠানোর পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগায় বাতিল করা হয় ফ্লাইটটি। বুধবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন ২৬২ যাত্রী। পরে ঢাকা থেকে বিকল্প বিমান গেলে ছয় ঘণ্টা পর বিকেল ৪টা ২০ মিনিটে সিলেট ছাড়েন তারা। বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সকালে যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এতে যাত্রীদের ওঠার জন্য বোর্ডিং ব্রিজ লাগানোর পর ২৬২ জন যাত্রী উড়োজাহাজে ওঠেন। পরে বোর্ডিং ব্রিজ সরানোর সময় উড়োজাহাজের ইঞ্জিনের কাভারের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিকল্প করে যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে বিমান...
Developed by BDITHOST