নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৪৭। ২০ অক্টোবর, ২০২৫।

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অক্টোবর ২০, ২০২৫ ৭:৫৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদল।

সোমবার ২০ অক্টোবর সকাল ১০টায় রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে কলেজ মূল ফটকের সামনে প্রতিবাদী সমাবেশে করে। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশ থেকে জুবায়েদসহ একের পর এক ছাত্রদল নেতা হত্যার বিচার চান নেতাকর্মীরা। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন ছাত্রনেতারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ অন্তর, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, যুগ্ন আহবায়ক ওয়াসিফ, ছাত্রনেতা রানা, ছাত্রনেতা মসু, সদস্য মুক্তাদির, ছাত্রনেতা ঐক্য, পারভেজ, লতিফুর, সোহান, তুষারসহ অন্যান্যরা।

এর আগে রোববার সন্ধ্যায় পুরান ঢাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমানের রক্তাক্ত লাশ পাওয়া যায়। যার প্রতিবাদে রাজশাহীতে তাৎক্ষণিক মিছিল করেন ছাত্রদল নেতারা।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।