স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ নির্বাচনে ছাত্রীদের ছয়টি হলেই ভিপি, জিএস ও এজিএস পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রীসংস্থার নেতাকর্মীরা। তারা ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভোট গণনা শেষে এসব হলের ফল ঘোষণা করা হয়। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফছা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছাত্রীদের ছয়টি হলেই ছাত্রীসংস্থার প্রার্থী ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী হয়েছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ সবার দায়িত্ব পালনকে সহজ করুন।’ অন্যদিকে, ছাত্রদের ১১টি হলেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস ও এজিএস পদে বিজয় অর্জন করেছেন। কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে এর মধ্যে ২০টি পদে জয় পেয়েছে শিবিরপন্থী প্যানেল। ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’...
Developed by BDITHOST