
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছিনতাইকারীর পক্ষে কথা বলার অপরাধে শহিদুল্লাহ কায়সার নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে রাজশাহী মহানগর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তিনি নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। এদিকে এই পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরীর চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার মো. লাদেন (২২) ও দাশপুকুর এলাকার ইমরান হোসেন (২৪)। গত বুধবার তাঁদের গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই শহিদুল্লাহ কায়সার গত বুধবার বিকেলে নিজ এলাকার বাইরে নগরীর ডিঙ্গাডোবা যান। সেখানে সন্দেহভাজন কয়েকজন ছিনতাইকারীকে ধরে রেখেছিল এলাকার বাসিন্দারা। এ সময় তাঁদের ছেড়ে দিতে বললে ওই...
Developed by BDITHOST