
অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস-১২ খ্যাত সৃষ্টি রোডে। সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই ছুটির সময়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেখান থেকে নিজেকে দেশে ফিরিয়ে নেওয়ার সময় পাননি অভিনেত্রী। আপাতত তাকে আমস্টারডামের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনেত্রী তার অসুস্থতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানান,অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কিনা। কিছুদিন আগেই সৃষ্টি ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। আচমকাই তার অসুস্থতার বেশ কিছু ছবি ভক্তদের কপালে চিন্তার ভাজ ফেলেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালে অভিনেত্রী। মুখে লাগানো নল। পোস্টের ক্যাপশনে লেখা, আমি আপনাদের সবার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি,...
Developed by BDITHOST