
বিনোদন ডেস্ক : একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য এক বছর পূর্ণ করতে যাচ্ছে। তাই দিনটি ঘিরে উৎসব উৎসব আমেজ ছিল পরীমণির মনে। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কী কী করবেন। যদিও রাজ্যর বাবা শরিফুল রাজের অনুপস্থিতি কিছুটা ভুগিয়েছে কিন্তু কোনো কিছুরই কমতি রাখেননি পরীমণি। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। এক বছরের রাজ্যকে ভালোবাসা জানাতে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি পরীমণির আত্মীয়স্বজনও হাজির হয়েছেন এই আয়োজনে। পুরো আয়োজনে কত খরচ করেছেন পরীমণি জানালেন সেকথাও। জন্মদিনের অনুষ্ঠানে প্রায় ১৫ লাখের (১৪ লাখ ৮০ হাজার) মতো খরচ করেছেন অভিনেত্রী। পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য...
Developed by BDITHOST