নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:১২। ১৮ জানুয়ারি, ২০২৬।

ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি

জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন বেশি। তবে সুযোগ পেলেই সন্তানদের সঙ্গে মেতে ওঠেন আনন্দে। সদ্য মালয়েশিয়ায় অবকাশ যাপন করতে দেখা গেল পরীমণিকে; সঙ্গে ছেলের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠতে দেখা গেল নায়িকাকে।

শনিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। কুয়ালালামপুরের বিখ্যাত প্যাভিলিয়ন শপিং মলে ঘোরাঘুরি করতে দেখা যায় নায়িকাকে। ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য মায়ের সঙ্গে সঙ্গে হাঁটছে। তাদের পরনেও ম্যাচিং করা পোশাক। দেখে যেন মনে হচ্ছিল, ছোট্ট পূণ্যই তার অভিভাবক, আর পরীমণি নিজেই বাচ্চা! কারণ, এ সময় পূণ্য একটি রাইড-অন স্যুটকেস টেনে নিয়ে যাচ্ছে; আর পেছন পেছন হাঁটছে পরীমণি।

আরও পড়ুনঃ  বেনাপোল কাস্টমসে অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

এরপর ঘটে মজার ঘটনা! হঠাৎ করেই পরীমণি নিজেই সেই ছোট স্যুটকেসটির ওপর বসে পড়েন এবং পূণ্য তার মাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অনেকটাই সেই অবস্থায় পরীমণিকে টেনে নিয়ে যায় ছোট্ট পূণ্য।

আরও পড়ুনঃ  ২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে

পোস্টটির ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমার ছেলে আমাকে বাচ্চা বানায়ে ফেলছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসা মাখা ইমোজি।

ভিডিওটি পোস্ট করার মাত্র অল্প সময়েই নেটিজেনদের ব্যাপক সাড়া পায়। ভক্তদেরকে মন্তব্যঘরে পরীমণির মাতৃত্ব ও পূণ্যের চঞ্চলতার প্রশংসা করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’

ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরীমণি। ছেলে পূণ্যের পাশাপাশি গত বছর সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা শিশুকে দত্তক নেন তিনি। বর্তমানে সন্তানদের দেখাশোনা আর কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।