মুনা সুলতানা, জবি প্রতিনিধি : পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (২৮ আগস্ট ) বৃহস্পতিবার বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রইছ উদদীন, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড.আঞ্জুমান আরা।
আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের প্রধান পৃষ্ঠপোষক সহকারী প্রক্টর ড. নাঈম আক্তার সিদ্দিক, যিনি ছাত্রদের সার্বিক উন্নয়ন ও নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছেন নিয়মিতভাবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের দিক নির্দেশনা দেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।