স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় আদালত চত্বর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক মাদক ও জঙ্গিবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান এ তথ্য দেন। তিনি বলেন, ‘ওই ঘটনার পর দায়ের করা মামলায় আমরা এজাহারনামীয় একজন আসামিকে গ্রেপ্তার করেছি। একটা মোটরসাইকেল জব্দ করেছি। আরো কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।’ আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যেকোনো অপতৎপরতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কথা জানিয়ে আইজিপি বলেন, ‘ঘটনার মূল কারণ জানতে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনা যাই ঘটুক না কেনো, তদন্ত প্রতিবেদন হাতে পেলে গণমাধ্যমকে জানানো হবে। তদন্তের স্বার্থে এর বেশি...
Developed by BDITHOST