কামাল বারি
পরিকল্পনা করছি— শিশুদের জন্য কাজ করে যাবো আমি
কবিতা পাঠিয়ে দেবো সর্বত্র
প্রকাশের নীরবতার মতো নতুন কবিতার প্রকাশে যাবো
বিশ্বাসের বোধে ডা. আলী আকবর বিশ্বাসের সাথে স্বাস্থ্য বিষয়ে কথা বলবো
সে কেন আমার শ্বাসরুদ্ধকর অবস্থায় মৌনতম দূরত্বে রয়েছে?
চাকরির বিজ্ঞাপন তো কিছুই প্রকাশ করছি না
চৌকস দলে সংযোগ নেই…
এক শহরের আবাসিক— তবু জট খোলে না তো আমাদের সংযোগের!
থেমে থেমে মৃদু ঘামে উদ্বেগের শীতকাল কেটে যায়
তাদের কথার কোলাহল থেকে একটি সুপ্রশস্ত সড়ক চাই উঠে যেতে
আর বলি, ঠিক এভাবে আমাকে টেনো না
দুয়েকটি মিথ্যে হয়তো গ্রহণ করা যায়..
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।