
স্টাফ রিপোর্টার : সাধারণ জনগণই ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক শক্তির প্রধান উৎস বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। তিনি বলেছেন, 'আমরা জনগণের সঙ্গে মিশতে পারি, তাদের মনের কথা উপলব্ধি করতে পারি বলে তারা সবসময় আমাদের পাশে থাকে। আমরা কখনোই জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড করি না, কারণ- তারাই আমাদের সকল শক্তির মূল উৎস।' শুক্রবার বিকালে শহরের কমেলা হক ডিগ্রি কলেজের হলরুমে মতিহার থানা ওয়ার্কার্স পার্টির আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের মতিহার থানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম এতে সভাপতিত্ব করেন। কর্মীসভায় রাজশাহী-২ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ওয়ার্কার্স পার্টি দলীয়ভাবে অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। আমাদের নেতাকর্মীরা মানুষের সঙ্গে মিশে একাকার হয়ে যেতে পারে। সাধারণ মানুষ...
Developed by BDITHOST