স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।রোববার সকালে বাঘা উপজেলার গড়গড়ী, সরেরহাট ও খানপুর বাজার এলাকায় বিএনপির ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেছেন। বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন বলেন,“এদেশের নির্বাচন অত্যাবশ্যক। কেউ কেউ নির্বাচন পেছাতে চায়— যা ফ্যাসিবাদী শক্তির সুরে কথা বলার সামিল। বিএনপি পরিবর্তন চায় নির্বাচনের মাধ্যমেই। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের বিকল্প নেই।” ৩১ দফা রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন,“বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, এটি দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনে একটি সার্বিক সংস্কার প্রস্তাব। এই রূপরেখার মাধ্যমে একটি...
Developed by BDITHOST