নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:০৯। ১৪ মে, ২০২৫।

জনপ্রিয় ডাচ এমপি ওমজিট নির্বাচনের আগে নতুন দল গঠন করলেন

আগস্ট ২১, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : নেদারল্যান্ডসের অন্যতম জনপ্রিয় রক্ষণশীল রাজনীতিবিদ পিটার ওমজিট এই বছরের শেষের দিকে নির্বাচনের জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন। এবং একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।
সাবেক এমপি ওমজিট তুবান্তিয়া সংবাদপত্রের সাথে রোববার প্রকাশিত এক সাক্ষাতকারে ‘শাসনের একটি নতুন উপায়’-এর প্রতিশ্রুতি দিয়ে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট (এনএসসি) দল গঠনের ঘোষণা দেন। খবর এএফপি’র।
দেশে আশ্রয় প্রার্থীদের সাথে পুনরায় মিলিত হওয়ার অনুমতিপ্রাপ্ত আত্মীয়দের সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়ে মার্ক রুটের চার-দলীয় জোটের পতনের পর ২২ নভেম্বর ডাচ ভোটাররা একটি নতুন সংসদ নির্বাচন করবে।
এনএসসি দল গঠনের আগে গৃহীত জরিপে দেখা গেছে যে, ওমজিট যদি একটি দল গঠন করতে পারেন তবে তিনি নির্বাচনে জয়ী হতে পারেন।
খ্রিস্টান ডেমোক্র্যাটদের ৪৯ বছর বয়সী সাবেক সদস্য ২০২১ সাল থেকে একজন স্বাধীন এবং সৎ রাজনীতিবিদ হিসেবে সুনাম অর্জন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।