বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার অন্যতম উজ্জ্বল নাম দৈনিক প্রতিদিনের কাগজ। এই পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক—যিনি গত চার বছরেরও বেশি সময় ধরে বলিষ্ঠ নেতৃত্ব, সততা ও দূরদর্শিতার সঙ্গে পত্রিকাটিকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন। পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনের এই যাত্রায় তিনি প্রমাণ করেছেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি এক ধরনের দায়বদ্ধতা, যা সমাজের প্রতি, মানুষের প্রতি এবং সবচেয়ে বড় করে সত্যের প্রতি। শুরুটা সাধারণ, লক্ষ্য ছিল অসাধারণ: খায়রুল আলম রফিকের শিকড় দেশের এক প্রত্যন্ত অঞ্চলে হলেও, তাঁর চিন্তা সবসময়ই ছিল জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন লেখালেখি ও সামাজিক ভাবনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সেই ভাবনা থেকেই ধীরে ধীরে তিনি এগিয়ে আসেন সাংবাদিকতায়। পেশাগত জীবনে তিনি কাজ করেছেন দেশের খ্যাতনামা গণমাধ্যমে—সহ-সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ...
Developed by BDITHOST