
স্টাফ রিপোর্টার : তীব্র জনবল সংকটে পড়েছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। রাষ্ট্রায়াত্ব এই প্রতিষ্ঠানটিতে ৫৮১টি পদের বিপরীতে আছেন মাত্র ১৫২ জন। শূন্য রয়েছে ৪২৯ কর্মকর্তা-কর্মচারীর পদ। ফলে কর্মরতদের এখন একাধিক দায়িত্বে কাজ করতে হচ্ছে। ফলে কোন দায়িত্বই ঠিকমতো পালন করা যাচ্ছে না বলে নাম প্রকাশ করার শর্তে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেক আগেই রাজশাহী অঞ্চলে তুঁত চাষের মাধ্যমে রেশমের বিকাশ লাভক করে। এখানেই খাঁটি রেশম সুতা দিয়ে কাপড় তৈরি শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭৪ নাটোরের উত্তরা গণভবনে এসে রেশম কাপড় দেখে অভিভূত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনই তিনি রেশম শিল্পের আরও বিকাশ ও সম্প্রসারণের জন্য দিকনির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। রেশম বোর্ডের পাশাপাশি এখানে রেশম গবেষণা ও...
Developed by BDITHOST