মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: দেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর ও সিটি মেয়র, কাউন্সিলরগণ কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়।
সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের জন্য খুলনা বিভাগীয় কার্যালয়ের মনিটরিং সেল সেরা ১০ জন উপজেলা নির্বাহী অফিসারের নাম ঘোষণা করে। এ তালিকায় যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান ১৭১% পারফরম্যান্স স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনার ফুলতলার ইউএনও তাসনিম জাহান (১৬৩%), আর তৃতীয় স্থান অধিকার করেছেন মাগুরার শালিখার ইউএনও মো. বনি আমিন (১৪২%)।
ডা. কাজী নাজিব হাসানের এই সাফল্যে শার্শাবাসী গর্বিত ও আনন্দিত। তার এই অর্জনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনও মহোদয়কে অভিনন্দন জানান।
শার্শার ইউএনও ডা. কাজী নাজিব হাসানের এই কৃতিত্ব শুধু প্রশাসনিক সাফল্য নয়, বরং এটি জনগণের সেবায় দায়িত্বশীলতা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।