নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:১৩। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

জবিতে ২১ সেপ্টেম্বর দেবী দূর্গার আগমনী অনুষ্ঠান “মহলয়া”

সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:২১
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে একাধিক বিশেষ আয়োজন।

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবীপক্ষের সূচনা। দিনটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর নানা আয়োজন করে থাকে। শুভ মহালয়া উপলক্ষে বরাবরের মতো এবারও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি দুপুর ১ টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে এবং সন্ধ্যা ৬ টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। এদিন চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহিষাসুরমর্দিনীসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোর-কলকাতা রোডে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রবীন্দ্রনাথ মন্ডল ও সাঃ সম্পাদক ড. সুরঞ্জন কুমার দাস অনুষ্ঠানটিত সকলে শারদীয় দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

অনুষ্ঠানটি আয়োজন করছেন জবির সনাতনী শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। আয়োজক কমিটি সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের উপস্থিতি কামনা করেছ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।