
মুনা সুলতানা,জবি প্রতিবিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নারী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে বাম, আদিবাসী ও স্বতন্ত্রের সমন্বয়ে পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলের নাম রোকেয়া পর্ষদ। বুধবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটায় হলের সামনে সংবাদ সম্মেলন করে রোকেয়া পর্ষদ প্যানেল ঘোষণা করা হয়। এখন পাঁচ সদস্যের প্যানেল ঘোষণা করলেও পরবর্তীতে বাকি ফাঁকা পদগুলো পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজা তুল কুবরা এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাট্যকলা বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাদিয়া। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মুনা সুলতানা (২০২২-২০২৩), সংস্কৃতি সম্পাদক পদে রেমি চাকমা, নাট্যকলা বিভাগ (২০২২-২০২৩), স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাছাইং মারমা, মাকের্টিং বিভাগ (২০২২-২০২৩)। প্যানেলের...
Developed by BDITHOST