নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:২২। ১৭ অক্টোবর, ২০২৫।

‘জব্দ পাকিস্তানি ট্যাংক’ নিয়ে আফগানিস্তানে শোভাযাত্রা

অক্টোবর ১৬, ২০২৫ ৬:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কয়েক ঘণ্টা আগে দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের সড়কে ছুটে চলেছে একটি ট্যাংক এবং সেটির আশেপাশে মোটরসাইকেলে চেপে যাচ্ছেন তালেবান যোদ্ধারা।

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে জানিয়েছেন, গত কয়েক দিনের সংঘাতে ‘বহুসংখ্যক’ পাকিস্তানি সেনা হত্যার পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান দখল করেছে আফগান বাহিনী। সে সসব ট্যাংকের একটি এই ভিডিওতে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ  ২০০ তালেবান যোদ্ধা, ৫৮ পাকিস্তানি সেনা নিহত

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। তিনি বলেছেন, “এটা পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক নয়। এত পুরোনো ট্যাংক আমাদের সেনাবহরে নেই। তারা (আফগানিস্তান) সম্ভবত কোনো ভাঙ্গারি ব্যবসায়ীর (জাঙ্ক ডিলার) কাছ থেকে এটা কিনেছে।”

আরও পড়ুনঃ  ২০ অক্টোবর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সেটি যাচাই করে জানিয়েছে, ট্যাংকটি সোভিয়েত আমলে তৈরি টি ৫৫ মডেলের ট্যাংক। ১৯ ৮০ সাল থেকেই আফগান সেনাবহরে এই মডেলের ট্যাংক আছে।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার ম্যাচের মাঝেই মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন সংঘাতের পর গতকাল বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে গিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

সূত্র : এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।