
রাবি প্রতিনিধি : জমকালো আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব চারদশক পূর্তি উদযাপন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিন সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। পরে প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে “জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় সভাপতি মনির হোসেন মাহিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আমার আবেগের জায়গা। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রিয় সংগঠন আজ ৪০ বছরে পদার্পণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে...
Developed by BDITHOST