নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। ভোর ৫:০৬। ১৭ জুলাই, ২০২৫।

জমায়াতের জাতীয় সমাবেশ সফল করতে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ

জুলাই ১৬, ২০২৫ ১১:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর বিভিন্ন থানার উদ্যেগে এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর রাজপাড়া থানার উদ্যেগে ঝাউতলা মোড় থেকে শুরু হয়ে লক্ষীপুর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলউত্তোর সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানার আমীর নুরুল ইসলাম মনি, পরিচালনা করেন সেক্রেটারি মাহবুবুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগরীর সহকারি সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন,অফিস সেক্রেটারি, তৌহিদুর রহমান সুইট। এদিকে মহানগরীর বোয়ালিয়া থানার উদ্যোগে নগরীর হেতেম খাঁ বড় মসজিদের সামনে থেকে একটি মিছল শুরু হয়ে মালােপাড়া দিয়ে রেলগেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলউত্তোর সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানার আমীর মতিউর রহমান, পরিচালনা করেন সেক্রেটারি অদিলুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি, সালাউদ্দিন আহমেদ।এছাড়া একই সময়ে মহানগরীর, শাহমখদুম থানা, এয়ারপোর্ট থানা, কাশিয়াডাঙ্গা থানা,কাটাখালি থানায়, মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।