
পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ওয়ারিশসূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই যিশু মোহাম্মদ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ফুফাতো ভাই বাবর আলীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যিশু মোহাম্মদ পাইটখালি গ্রামের রবিন ইসলাম রবির ছেলে এবং বাবর আলী একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যিশুর দাদা ও বাবরের নানা হেলাল উদ্দিনের দুই বিঘা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ওয়ারিশসূত্রে পাওয়া এই জমি বাবরের পরিবার তার নানার কাছে থেকে কিনেছে বলে দাবি করে আসছিল। অপরদিকে যিশুও সেই জমি বিক্রি হয়নি এবং বাবার সূত্রে সেই জমি নিজের বলে দাবি করে আসছিল। জমিটি বাবরদের দখলে...
Developed by BDITHOST