
স্টাফ রিপোর্টার: জমতে শুরু করেছে আমের রাজধানী রাজশাহী। মধ্য জ্যৈষ্ঠ মাসে পরিপক্ব হয়ে উঠছে রাজশাহীর বেশিরভাগ বাগানের আম। তাই প্রতিদিনই ভোর থেকে বিকেল পর্যন্ত ভাঙা হচ্ছে বিভিন্ন বাগানে থাকা নানান জাতের আম। তাই গেল দু-দিন থেকে আমের সরবরাহ বেড়েছে হাট-বাজারে। তবে বৃষ্টি কম হওয়ায় তীব্র খরার কবলে পড়েছে রাজশাহীর আম। স্বাদ ও গুণ অটুট থাকলেও এবার আমের আকার হয়েছে ছোট। আর সরবরাহ বাড়লেও কমেনি দাম। সাধারণত ৮শ থেকে এক হাজার ২শ টাকা মণ দিয়ে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বাজারে মুখে মৌসুমের প্রথম যাত্রা শুরু করে জাত আম খ্যাত গোপালভোগ। এরপর জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে তা গিয়ে চার হাজার ৫শ টাকা থেকে পাঁচ হাজার টাকা মণ পর্যন্ত দাম গিয়ে ঠেকে। গেল বছরের চিত্রও এমনটাই ছিল। কিন্তু এবার গোপালভোগ আম দেরি করে...
Developed by BDITHOST