
স্টাফ রিপোর্টার: রাজশাহী অঞ্চলে এবার আগেভাগেই কোরবানির পশুর বেচাকেনা জমে উঠেছে। খামারিরা বলছেন, গত দুই বছর কোরবানিতে পড়েছে করোনা ভাইরাসের প্রভাব। তবে এবার করোনা না থাকার কারণে আগেভাগেই জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। আর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর বলছে, দেশের মধ্যে রাজশাহী বিভাগেই সবচেয়ে বেশি কোরবানির পশু রয়েছে। এগুলো বিক্রি হলে খামারিদের হাতে আসবে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, দেশে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি গবাদি পশু। আর কোরবানির জন্য চাহিদা রয়েছে ১ কোটি ৩ লাখ ৯৪ হাজার ৭৩৯টি পশুর। উদ্বৃত্ত থাকবে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি পশু। ৯ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৪৪ লাখ ৭৮ হাজার ৭৪৩টি পশু রয়েছে রাজশাহী বিভাগে। আর সবচেয়ে কম ৪ লাখ ১০ হাজার ২২৫টি পশু...
Developed by BDITHOST