
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বিখ্যাত বানেশ্বর হাটে জমে উঠেছে আমের বাজার। গোপালভোগ বা রানিপছন্দসহ কেনাবেচা হচ্ছে বিভিন্ন ধরনের গুটি জাতের আমও। তবে হাটে পাইকারির চেয়ে খুচরা ক্রেতা কম। গত মৌসুমের তুলনায় এবার সব আমের দাম বেশি বলেছেন ক্রেতা-বিক্রেতারা। এটি পুঠিয়া উপজেলা হলেও দুর্গাপুর, বাঘা, চারঘাট, পবা, মোহনপুর, বাগমারাসহ সব উপজেলার আম মূলত বেচাকেনা হয় এই বানেশ্বর হাটে। এ হাটে রয়েছে কয়েকটি বিশাল মোকাম। গত মৌসুমের তুলনায় এবার প্রতি মণ আম এক হাজার টাকা বেশি দামে কেনাবেচা হচ্ছে। জেলার সবচেয়ে বড় বানেশ্বর হাটে প্রকারভেদে প্রতি মণ গোপালভোগ আম বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আর গুটি জাতের আম প্রকারভেদে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা মণ দরে। বৃহস্পতিবার বানেশ্বর আম হাটে গিয়ে দেখা...
Developed by BDITHOST