
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণে বাকি আর মাত্র পাঁচদিন। ১৯ জুন মধ্যরাতেই শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। এই সময়টি ভালোভাবেই কাজে লাগাতে চাচ্ছেন প্রার্থীরা। তারা ঘাম ঝরাচ্ছেন ভোটের মাঠে। জমজমাট করে তুলেছেন প্রচার-প্রচারণা। শহরের যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই এখন শুধু পোস্টার আর পোস্টার। সবচেয়ে বেশি পোস্টার চোখে পড়ছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের। দুপুরের পর পদ্মাপাড়ের এই শহর পরিণত হচ্ছে মাইকের নগরীতে। অটোরিকশায় করে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে রেকর্ড করা অডিও বাজানো হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে মিছিল বের করছেন। এসব মিছিলে নারীদেরই অংশগ্রহণ চোখে পড়ছে বেশি। ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে অনেক নারী কাউন্সিলর প্রার্থীদের মিছিলে অংশগ্রহণ করছেন। দিচ্ছেন শ্লোগান। ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা রীতিমতো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে...
Developed by BDITHOST