
এম.এ. জলিল রানা,জয়পুরহাট: জয়পুরহাটে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো অবৈধ সম্পদ অর্জনের ঘটনা। জমি নিয়ে আপন দুই ভাইয়ের দীর্ঘদিনের বিরোধের জেরে এবার বেড়িয়ে এসেছে এক ভাইয়ের অবৈধ সম্পদ অর্জনের ঘটনা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে মিলেছে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য। আদালতের নির্দেশে ইতোমধ্যেই এক একরের বেশি সম্পদ নেওয়া হয়েছে প্রশাসনের নিয়ন্ত্রণে । জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে । গ্রামের দুই ভাই ফজলুর রহমান ও শফিউল আলমের পারিবারিক দ্বন্দ্ব থেকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ পায় দুদক, এর ভিত্তিতে দুদকের অনুসন্ধানে ফজলুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পায় দুদক। এরপর দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক নওশাদ আলী বাদী হয়ে গত বছর তার বিরুদ্ধে মামলা...
Developed by BDITHOST