নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:১০। ১৩ নভেম্বর, ২০২৫।

জয়পুরহাটে মাদক মামলায় মা-দাদীর সাথে জেলে শিশু মুসকান

নভেম্বর ১৩, ২০২৫ ৫:৪০
Link Copied!

জয়পুরহাট, প্রতিনিধি : জয়পুরহাটে মাদক মামলায় মা-দাদীর সাথে জেলে গেলেন তিন মাস বয়সী ছোট্ট মুসকান। মায়ের কারণেই মাত্র তিন মাস বয়সেই জেলে যেতে হয়েছে মুসকান নামের এই শিশুকে।

জেলার আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর মহল্লা থেকে ৭৯২ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশনসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মুসকানের মা ফাহিমা বেগম (৩৫) এবং দাদী মোমেনা বেগম (৫৫)। পরে তাদের দু’জনের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা করা হয়। ওই মামলায় বুধবার (১২ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। এ সময় ছোট্ট মুসকান ছিল তার মায়ের কোলে।

গ্রেপ্তর ফাহিমা বেগম জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী আর মোমেনা বাবুল হোসেনের স্ত্রী। তারা সম্পর্কে বউ-শ্বাশুড়ি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। ওই এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিমা বেগম ও মোমেনাকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব আরও জানায়, ওই দুই নারী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, র‍্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির তিন মাস বয়সী কন্যা শিশুও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সাথে শিশুও রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।