সংবাদ বিজ্ঞপ্তি: জয়পুরহাট জেলার কালাই উপজেলা থেকে অপহৃত শিক্ষার্থী রাজশাহী নগরী থেকে উদ্ধার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৩ জুলাই) নগরীর দরিখরবোনা এলাকা থেকে উদ্ধার করে। এসময় অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপহরণকারী হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার কালাই পূর্বপাড়া এলাকার জাফরের ছেলে সনি। তার নামে জয়পুরহাট থানায় অপহরণের মামলা আছে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। তাকে জয়পুরহাট সদর থানায় সোপর্দও করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

