
মোহাম্মদ গিয়াস উদ্দিন : নদীর এপার ভাঙ্গে, ওপার গড়ে- এইতো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই- ফকির সন্ধ্যা বেল। কথায় আছে আগুনে পোড়া গেলে ভিটে মাটি টিকে যায়। কিন্তু নদী ভাঙ্গলে কিছুই অবশিষ্ট থাকে না। উত্তাল পদ্মার স্রোত ও সর্বগ্রাসী ঘূর্ণি;এক এক করে গ্রাস করছে দালান-বাড়ি-সড়ক-হাট-বাজার-স্কুল-হাসপাতাল-ফসলি জমি-ফলের বাগান সবকিছু । ভাঙছে মানুষের স্বপ্ন,মনের গহিনে বাসা বাঁধছে অনিশ্চয়তা । চোখের সামনে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে মানুষ ছুটছে অজানা গন্তব্যে। হাজার হাজার গৃহহীন মানুষের মাথা গোঁজার মতো ঠাঁই পর্যন্ত নেই। খোলা আকাশের নিচে কোনোমতে বেঁচে আছে তারা। খাদ্য নেই, পানি নেই,ওষুধ নেই। চলছে হাহাকার,বোবা কান্না আর আর্তনাদ। নদীভাঙনে অনেকের জীবন দুর্বিষহ হয়েছে। কেউ হারিয়েছেন পরিবার, কেউ জীবিকা আর কেউ বা জীবনের সবকিছু। নদী ভাঙনে দিশেহারা হয়ে...
Developed by BDITHOST