অনলাইন ডেস্ক : দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিয়মিতই ভক্তদের চমকে দেন নিজের নতুন নতুন ছবিতে। যে পোশাকেই ধরা দেন, দ্যুতি ছড়িয়ে দেন অনায়াসে। তবে শাড়িতে তার আবেদন যেন আলাদা; এবারও যেন তার ব্যতিক্রম ঘটল না। সাতসকালে মাত্র একটি ছবি, আর তাতেই মুগ্ধতার ঢেউয়ে ভাসছে তার সকল অনুরাগী। নিজেকে ধরা দিলেন রঙিন ফুলের বাগানে, সঙ্গে এক মিষ্টি হাসির ছড়া; পরনে রঙিন শাড়িতে জয়াকে লাগল নজরকাড়া। কানে ভারী গোল সোনালি দুল, হাতে সবুজ রেশমি চুড়ি, ক্যামেরাতে পোজ দিয়ে রীতিমতো ছড়িয়ে দিলেন দ্যুতি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলেন, লিখলেন কবিতার ছন্দে। চার বাক্যে প্রকাশ পেল ভোরের স্নিগ্ধ গান, রোদে মাখা গন্ধে জড়িয়ে এক মায়াবী আহ্বান। জয়া লিখেছেন, ‘হলুদ-তেল মাখা একটি সকাল, ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ, ঝুল...
Developed by BDITHOST