নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:৩৫। ৭ জানুয়ারি, ২০২৬।

জয়ার ভয়ংকর রূপ দেখবে দর্শক, মুক্তি পাচ্ছে ‘ওসিডি’

জানুয়ারি ১, ২০২৬ ১১:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রেক্ষাগৃহে আসছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে; যেখানে জয়াকে দেখা যাবে এক ভয়ংকর চরিত্রে!

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে মুক্তির খবর জানিয়েছেন জয়া। তবে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে কি না- এমন কিছু উল্লেখ করা হয়নি।

ওপার বাংলার পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। শ্বেতার জীবনে তাড়া করে ফেরা অতীতের এক তিক্ত স্মৃতিকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী, শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে শ্বেতা। এরপর থেকে তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকে একে একে শেষ করে দিতে চান তিনি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ঋণের দায়ে ৩৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার- এমন একটি সমস্যা যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এই রোগে আক্রান্ত মানুষদের। সিনেমাটি নিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল ভারতীয় গণমাধ্যমে জানান, এটি মূলত শিশুদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষা। শৈশবে হেনস্তার শিকার হওয়া শিশুরা যখন বিচার না পেয়ে আজীবন সেই স্মৃতি বয়ে বেড়ায়, সেই মানসিক যন্ত্রণার দিকটিই এখানে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

পরিচালক আরও যোগ করেন, অনেক ক্ষেত্রে পরিবারও শিশুদের চুপ থাকতে বলে, যার ফলে অপরাধীরা সমাজে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। শ্বেতার চরিত্রের মাধ্যমে সেই ক্ষোভ ও মানসিক বিপর্যয়ের প্রতিফলন দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

উল্লেখ্য, পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে জয়া আহসানের এটি দ্বিতীয় কাজ; এর আগে তারা ‘ভূত পরী’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘ওসিডি’র শুটিং ও নির্মাণ কাজ ২০২১ সালে শেষ হলেও নানা কারণে গত কয়েক বছর ধরে এর মুক্তি আটকে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর টালিউডের সিনেমাটি অবশেষে বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।