নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১১:৩৩। ২২ জুলাই, ২০২৫।


Girl in a jacket

জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ পুরোনো ভবনেই চলছে বাধাইড় ইউপির কার্যক্রম

জুলাই ২২, ২০২৫ ৪:০৩
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ৯ টি স্থানীয় সরকার পরিষদের ৮ টিতেই পর্যায়ক্রমে নির্মান করা হয়েছে নতুন ভবন। কিন্তু রহস্য জনক কারনে নতুন ভবন হয়নি বাধাইড় ইউপিতে। ফলে, মুন্ডমালা হাটের সেই পুরোনো জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম। তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়ন ও ৩ নং পাঁচন্দর ইউনিয়নের অংশ নিয়ে ২০০২ সালে মুন্ডমালা পৌর সভা গঠন করা হয়। মুন্ডমালার গরুর হাট চত্বরে বাধাইড় ইউপি ভবন ও পাঁচন্দর কাউন্সিল মোড়ের উত্তরে পাঁচন্দর ইউপি ভবন মুন্ডমালা পৌর সভা এলাকার মধ্যে পড়ে যায়। ২০১৯ সালে পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর মোড়ের পূর্ব দিকে তানোর মুন্ডমালা সড়কের ধারে নির্মান করা নতুন ভবন চলছে কার্যক্রম। কিন্তু দীর্ঘদিনেও বাধাইড় ইউনিয়ন পরিষদের নতুন ভবন হয়নি। তবে, সম্প্রতি চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে এলজিইডি ঢাকার একটি টিম উচাডাঙ্গায় বাধাইড় ইউপির নতুন ভবন নির্মানের জন্য মাটি পরীক্ষার জন্য মাটি সংগ্রহ করে নিয়ে গেছেন বলে জানান বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান। তিনি বলেন মাটি পরীক্ষা নিরিক্ষার পর নতুন ভবন নির্মানের প্রস্তুতি নিবে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  রোনালদোর আরও এক রেকর্ড ভাঙলেন মেসি

তিনি বলেন, নতুন ভবন নির্মান না হওয়া পর্যন্ত এখানেই সেবা দিতে হবে। তিনি আরো বলেন, ১৯৮৪ সালে নির্মিত ভবনটি জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুকি নিয়েই পুরোনো ভবনেই চলছে সেবা কার্যক্রম। সোমবার সরেজিমন গিয়ে দেখা গেছে, ভবনের আশ পাশে পচা কাঁদা ও পানি জমে থাকার পাশাপাশি ভবনের পশ্চিমে ১শ’ গজ দুরেই রয়েছে ময়লার ভাগাড়। সোমবার হাট বারে পরিষদ চত্বরের চারিদিকেই বসে গরুর হাটের বেচা কেনা। পুরোনো সেই ভবনের বিভিন্ন স্থানের দেয়াল হেলে পড়েছে। ভবনের অবস্থা এখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। যেকোন মুহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা। এমন দুরাবস্থার মধ্যেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা এবং গ্রাম পুলিশ সদস্যসহ কর্মকর্তা কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। বাঁধাইড় ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাক আহমেদ বলেন, আমরা এখনে আতঙ্কের মধ্যে কাজ করছি। এই ভবনের প্রতিটি রুমেই বড় বড় স্পষ্ট ফাটল দেখা দেখা যাচ্ছে। জানি না কখন ছাদ ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফরহাদ আলী সুইট বলেন, এমন অবস্থা যে, মনে হয় ছাদ ভেঙে মাথার ওপর পড়বে। প্রতিদিন ভয়ে ভয়ে অফিসের কাজ করতে হচ্ছে। ভবনটি যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। তিনি বলেন, তানোর উপজেলার সব গুলো ইউনিয়ন পরিষদ ও পৌর সভায় নতুন ভবন রয়েছে শুধু বাধাইড় ইউপির নতুন ভবন নেই। পুরোনো ভবনে জীবনের ঝুকি নিয়ে কাজ করতে হচ্ছে বলেও জানান তিনি।
অফিস সহকারী সাগর হোসেন বলেন, বাধাইড় ইউনিয়ন পরিষদ ভবনের দিক থেকে বৈষম্যের শিকার হয়েছে। সব গুলো ইউনিয়ন পরিষদ ও পৌর সভায় নতুন ভবন নির্মান হয়েছে শুধু মাত্র বাধাইড় ইউনিয়ন পরিষদে নির্মান করা হয়নি নতুন ভবন। তিনি উর্ধ্বতন মহলের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে নতুন ভবন নির্মানের দাবি জানিয়েছেন।

এই অব্যবস্থার কারণে শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নন, সেবা নিতে আসা সাধারণ মানুষরাও আতঙ্কে থাকেন। বাধাইড় ইউনিয়নের বাসিন্দা দয়াল ডাক্তার নামের এক বয়স্ক ব্যক্তি বলেন, আমরা দরখাস্ত বা সনদ নিতে এলে ছাদ দেখে ভয় লাগে। সব দিকে নতুন নতুন ভবন হচ্ছে, কিন্তু আমাদের ইউপি ভবনের এই ভয়াবহ অবস্থা কবে দুর হবে?। একই কথা বলেন কলেজছাত্রী ভুমী, আরেক ছাত্র উৎপল বলেন নাগরিক সুবিধা নিতে এসে অনেক সময় ভাবি, মাথার ওপর কিছু ভেঙে পড়লেই তো শেষ। আমরা চাই আমাদের ইউনিয়নের অফিসটাও আধুনিকভাবে তৈরি করা হোক।
ইউনিয়ন পরিষদের স্থানীয় বাসিন্দা সাদ্দাম, মাসুম বলেন, এই ইউনিয়ন পরিষদ ভবনটি বহু বছর সংস্কার বিহীন ভাবে পড়ে রয়েছে। একদিকে ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা, অন্য দিকে কাদা পানিতে ডুবে থাকার পাশাপাশি ১শ’ গজ দুরেই ময়লার ভাগাড় সব মিলিয়ে সেবা প্রদান ও গ্রহণের বিপর্যস্ত অবস্থায় চরম অসন্তোষ বিরাজ করছে এলাকা বাসীর মধ্যে। তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়,সরকারের সংশ্লিষ্ট দপ্তর, এবং রাজশাহী জেলা প্রশাসনের সুদৃষ্টি ও জরুরী হস্তক্ষেপ কামনা করে জরুরি ভিত্তিতে বাধাইড় ইউপির নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয়ার জোর দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।