অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবাধিকারের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন। গাজায় ‘ইসরায়েল’ গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গঠিত কমিশনের প্রতিবেদনের পর তার এ আহ্বান বিশেষ গুরুত্ব বহন করছে। মানবাধিকার পরিষদের দীর্ঘদিনের সমালোচক যুক্তরাষ্ট্র ও ‘ইসরায়েল’ ইতোমধ্যে এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। গুতেরেস বলেন, ‘আমাদের বেছে নিতে হবে মানবমর্যাদা ও মানবাধিকারকে। মানবাধিকার শান্তির অলংকার নয়, বরং তার মূল ভিত্তি। শুধু কথায় নয়, মানবাধিকারের অর্থ হলো ন্যায়বিচারকে প্রাধান্য দেওয়া, নীরবতা নয়।’ তিনি সুদানের যুদ্ধ ও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রসঙ্গ তুললেও সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজা যুদ্ধকে। তার ভাষায়, ‘গাজায় ভয়াবহতা তৃতীয় বছরের দিকে এগোচ্ছে। এগুলো এমন সব সিদ্ধান্তের ফল যা মৌলিক মানবতাকেও অস্বীকার করে। মৃত্যুর সংখ্যা ও ধ্বংসযজ্ঞ আমার মহাসচিব হওয়ার সময়কালের অন্য যেকোনো সংঘাতের চেয়ে...
Developed by BDITHOST