নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১০:১১। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ২৬, ২০২৫ ১১:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ‘মানবাধিকার কমিশন’ নাম থাকলেও এই কমিশন মূলত ইসলামী মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা সমকামিতাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে কাজ করে এবং ইহুদীবাদী খ্রিষ্টান রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করে।

আরও পড়ুনঃ  ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশে শহীদ তিতুমীর, হাজী শরিয়ত উল্লাহ, শাহ মখদুমের মতো ইসলামী নেতৃত্ব ছিলেন। তাই এই পবিত্র জমিনে জাতিসংঘের মতো ‘নাপাক’ কমিশনের কার্যক্রম আমরা মেনে নিতে পারি না।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুসলিম দেশগুলোর ওপর নির্যাতনের সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন সবসময় নীরব ভূমিকা পালন করে। ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীরসহ বহু জায়গায় মুসলিমদের ওপর হামলা হলেও তাদের পক্ষে কখনও কার্যকর অবস্থান দেখা যায় না। অথচ অমুসলিমদের ক্ষতির ক্ষেত্রে এই কমিশন দ্রুত সক্রিয় হয়ে যায়।

আরও পড়ুনঃ  দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বক্তারা বলেন, মুসলিম হিসেবে ঈমানের তাগিদেই আমরা আজ প্রতিবাদ করছি। বাংলাদেশে এই কমিশনের কার্যক্রম চলতে দেওয়া হবে না।

বিক্ষোভ থেকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হোক। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

কর্মসূচিতে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল আল মারুফ, ব্যবস্থাপনা বিভাগের মাহমুদ হাসান, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।