তথ্যবিবরণী : অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামীকাল (৮ সেপ্টেম্বর) রাজশাহী আসবেন। তিনি সোমবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠাতব্য ‘জাতীয় নীতি প্রতিযোগিতা-২০২৫’ এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাক্সক্ষার সাথে সঙ্গতিপূর্ণ সময়োপযোগী, দূরদর্শী এবং কার্যকর নীতি প্রস্তাবে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করার উদ্দেশ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতা আয়োজন করছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।