স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব উদযান উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে সফররত বগুড়া জেলা জয় পেয়েছে। সোমবার(২০ অক্টোবর) দুপুরে অনুষ্টিত চ্যাম্পিয়নশীপে বগুড়া ও নওগাঁ জেলা ১-১ গোলে ড্র করে। খেলার প্রথমার্ধে বগুড়ার মোঃ সাইদ ১টি গোল করে। দ্বিতীয়ার্ধে নওগাঁর জেলার পক্ষে তানভীর আহমেদ গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে । ফলে মধ্যকার খেলাটি ১-১গোলে ড্র হয় ও খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বগুড়া জেলা ফুটবল দল ৪-৩ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগত্য অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সবুর আলী। জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাদ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব...
Developed by BDITHOST