
অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, (২৩ জুলাই) অনুষ্ঠাতিব্য স্থগিত পরীক্ষাটি নতুন সময়সূচি অনুযায়ী ১৪ আগস্ট বেলা ২টা থেকে শুরু হবে। পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হলে তারা তা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে।-ইত্তেফাক
Developed by BDITHOST