
স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি আকস্মিকভাবে বাড়ানোর প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। ফি প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অস্বাভাবিক চাপ তৈরি করেছে। তারা বলেন, বাড়তি ফি পরিশোধ করা সম্ভব নয়, এতে অনেকেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। শিক্ষার্থীদের ভাষ্য, এই ফি বৃদ্ধি সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত এবং অযৌক্তিক। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৯টি দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে- ফরম পূরণের বাড়তি ফি অবিলম্বে প্রত্যাহার করা, সব ধরনের ফি সহনীয় মাত্রায় নির্ধারণ করা, ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়া, ইমপ্রুভমেন্ট পরীক্ষার...
Developed by BDITHOST