স্টাফ রিপোর্টার : নাটোর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা” এবং পুঠিয়া উপজেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত “গণভোট ২০২৬ প্রচার-প্রচারণার অংশ হিসেবে পুঠিয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভা’’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। নাটোর জেলা প্রশাসন নাটোর কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে অবহিত হন ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। নাটোর জেলা প্রশাসক ও...
Developed by BDITHOST