
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামী যদি ভবিষ্যতে আবারও সহিংসতা চালায়, তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি আমবাগান পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’ বিএনপির এক দফা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি যতই দফা দিক, কোনো দফাই তাদের কাজে আসবে না। বিএনপি নিজেরা তাদের কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনো দিন বের হতে পারবে না। ফলে হাজারো আন্দোলন করে সফল হবে না।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন বানচালকারিদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবিলা...
Developed by BDITHOST