নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:১৭। ৩১ জুলাই, ২০২৫।

জাহাঙ্গীরের দলে ফেরা নিয়ে যা বললেন আজমত উল্লা খান

অক্টোবর ২২, ২০২৩ ১০:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমা পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে।
জাহাঙ্গীরের দলে ফেরা বিষয়ে জানতে চাইলে রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন। সে (জাহাঙ্গীর) গাজীপুর মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ছিল। দল তাকে বহিষ্কার করেছিল। সে ক্ষমা প্রার্থনা করেছে, দল শর্তসাপেক্ষে তাকে আবার ক্ষমা করে দিয়েছে। এটা সেন্ট্রাল আওয়ামী লীগের এখতিয়ার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নগর জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তিনি আরও বলেন, জাহাঙ্গীর একজন পুরোনো কর্মী। দল তাকে আবার জায়গা দিয়েছে। আমরা আশা করবো, সে (জাহাঙ্গীর) নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করবে। তার দ্বারা যেন অতীতের মতো দলের কোনো ক্ষতি না হয়, দলে যেন কোনো ধরনের বিভক্তি না করার চেষ্টা করে।
মহানগর আওয়ামী লীগের পদ পাওয়া সম্পর্কে আজমত উল্লা খান বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় যা থাকবে সে মোতাবেকই কাজ করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে তাকে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২২ সালের ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়।

আরও পড়ুনঃ  রাবিতে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের পুরস্কার প্রদান

তবে কেন্দ্রের নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটে প্রার্থী হওয়ায় চলতি বছরের ১৫ মে তাকে পুনরায় আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। পাঁচ মাস পর দ্বিতীয় দফায় তাকে ক্ষমা করল আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতিপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেই সূত্রে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।