
নাটোর প্রতিনিধি: প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নাটোরের কাঁচাগোল্লা ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় শহরের মিষ্টির দোকানগুলোতে বিক্রি বেড়েছে। তবে শোকের মাস চলায় আয়োজন করা হয়নি কোনো আনন্দ উৎসবের। স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে গত শুক্রবার সকাল ১০টায় আনন্দ র্যালি ও শহরের মোড়ে মোড়ে বিনামূল্যে কাঁচাগোল্লা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলেও শোকের মাস চলায় শেষ পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। শোকের মাস শেষে আয়োজন করা হবে আনন্দ উৎসবের। আনুষ্ঠানিকভাবে কোনো উচ্ছ্বাস প্রকাশ না করলেও বৃহস্পতিবার জেলা প্রশাসনের হাতে এই স্বীকৃতিপত্র পৌঁছানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো নাটোরবাসীই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাধারণ মানুষ কাঁচাগোল্লা কিনে একে অন্যকে আপ্যায়ন করেছেন। কাঁচাগোল্লার কারিগর, ব্যবসায়ী-কর্মচারীরাও এই স্বীকৃতিতে খুশি। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া...
Developed by BDITHOST