
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় সরকারি জিয়া খালের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার ( ৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন— নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের বাসিন্দা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এন্তাজ আলী (৫২), ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক (৩২), মৎস্যজীবী হাবিবুর রহান (৪৫) এবং হালতি গ্রামের মো. সেলিম (২৩, মো.উজ্জল (২২), তার বোন রুপালি (২৮)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার বাশিলা ও হালতি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বরেন্দ্র বহুমুখি প্রকল্পের পূর্ণখননকৃত জিয়া খাল উন্মুক্ত জলাশয় হিসাবে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী ভোগ করে আসছিলো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাঁশিলা...
Developed by BDITHOST