সবকিছুর দামই বাড়তি। ঘর থেকে বের হলেই মুহূর্তেই খালি হয়ে যায় ভোক্তার পকেট। যেখানেই হাত বাড়ায়, সেখানেই অগ্নিমূল্য। যেন হাত পুড়ে যায়। সকালের নাশতা থেকে শুরু করে তিন বেলার খাবারসহ নিত্যপণ্যের দাম নাগালের বাইরে। বেড়েছে লঞ্চ-বাসসহ সব ধরনের গণপরিবহণ ভাড়া। বাসায় থাকারও উপায় নেই। প্রতিদিনই বাড়িওয়ালার ভাড়া বাড়ানোর চাপ। জীবনরক্ষাকারী ওষুধ কিনতেও ধাক্কা-বেড়েছে অস্বাভাবিক দাম। এমনকি লন্ড্রির বিল, সেলুনে চুল কাটানোতেও বাড়তি ব্যয়। কিন্তু আয় তলানিতেই, কোনোভাবেই বাড়ছে না, অনেক ক্ষেত্রে কমছেও। রীতিমতো হাঁসফাঁস করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। তাদের অভিমত-‘আমরা অসহায়, আমাদের কষ্ট শোনার কেউ নেই। জীবন আর চলছে না।’ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপ করে পাওয়া গেছে উল্লিখিত চিত্র। এদিন ঢাকার কাওরান বাজার, মালিবাগ, নয়াবাজারসহ বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ৮-১০ টাকা বেড়ে...
Developed by BDITHOST