অনলাইন ডেস্ক : দক্ষিণ ভারতের নারীদের চুলের সাজের এক অবিচ্ছেদ্য অংশ হলো জুঁই বা বেলি ফুলের গাজরা। তবে বিশ্বের সব জায়গায় এই ফুল সমানভাবে যে স্বাগত নয়, তারই মাসুল গুনতে হলো মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার।
সম্প্রতি ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ওনাম’ উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়া যান নব্যা। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তার কাছে পাওয়া যায় প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের গাজরা বা মালা। সেই অপরাধেই বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করে, যা বাংলাদেশ বা ভারতের টাকায় সোয়া এক লাখের বেশি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আসার আগে বাবা জুঁই ফুল এনে দিয়েছিলেন। তাকে দুই ভাগে ভাগ করে একটি আমি কোচি থেকে সিঙ্গাপুর ফ্লাইটে চুলে লাগিয়েছিলাম, আর দ্বিতীয় অংশ হ্যান্ডব্যাগে রেখেছিলাম। আমি জানতাম না এটি বেআইনি।’
নব্যা আরও বলেন, ‘ভুলটা অজান্তে হয়েছে, তবে আইন তো অজুহাত মানে না। কর্মকর্তারা জানালেন, ২৮ দিনের মধ্যে জরিমানাটি মেটাতে হবে। ইচ্ছে করেই নয়, ভুল হয়েছিল, কিন্তু ভুল তো ভুলই।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।