
অনলাইন ডেস্ক : তিন বছর আগে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। তবে করোনার কারণে একটানা শেষ করা যায়নি। করোনার পর সম্পূর্ণ কাজ শেষ করে সিনেমাটি মুক্তির অপেক্ষা করছিলেন জয়া। অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। আগামী ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘অর্ধাঙ্গিনী’। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস। ‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। নারীকেন্দ্রিক গল্পের ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়ার সঙ্গে দেখা যাবে কৌশিক গাঙ্গুলীর স্ত্রী অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলীকে। জয়ার বিপরীতে রয়েছেন কৌশিক সেন। প্রথমে শোনা গিয়েছিল কৌশিক গাঙ্গুলী নিজেই এই চরিত্রটি করবেন। পরবর্তী সময়ে কৌশিক সেনকে চূড়ান্ত করা হয়। এর আগে কৌশিক গাঙ্গুলীর ‘শূন্য এ বুকে’ সিনেমায় অভিনয় করেছিলেন...
Developed by BDITHOST